কবিতাঃ- জীবন বইয়ের মতন
✍️ মনোজ ভৌমিক


জীবনের অর্থ খোঁজা
আজ নয় বেশি ভার,
বইয়ের অধ্যায় গুলো
খুঁজে দেখো বার বার।


জীবনটা বইয়ের মত
কত অধ্যায়েতে ভরা,
কোনোটা সহজ খুব
কোনোটা ভীষণ কড়া,


সহজ কঠিন নিয়ে
এ জীবন বয়ে যায়,
ওপরের ডাক এলে
সেটাই শেষ অধ্যায়।


প্রথম অধ্যায় সুখকর
পরেরটার পিঠে বোঝা,
তারপরে ভাবনা প্রকট
এ দুনিয়াটাকে খোঁজা।


মাঝ অধ্যায় বড় কঠিন
প্রতিষ্ঠা নয় সোজা,
দুঃখ কষ্ট বুকেতে চেপে
ওঠাতে হয় বোঝা।


হিসেবে নিকেশ কষা
শেষ অধ্যায়ের আগে,
মনের কোণে হঠাৎ করে
শৈশব ক্ষণ জাগে।


বইয়ের মত শেষ অধ্যায়ে
সবকিছু সমাপন,
প্রতীক্ষা নিয়ে প্রহর গুনে
আগামী সংকলন।