কবিতা:-- জীবন সংগ্রাম (সনেট)
✍️ মনোজ ভৌমিক


সংগ্রাম জীবনের আর এক নাম,
সঙ্ঘাত বিনা জীবন শূন্য পরিণাম।
যে জন কর্ম বিমুখ অতি মূঢ় মতি,
তাহাদের জীবনের শ্লথ হয় গতি।


জীবনের সংগ্রাম শূন্য হতে শুরু,
দাঁড়াওনি একবারে ভেবে দেখো গুরু।
শিক্ষা রূপী জ্ঞান আলো পায় যে সুজন,
প্রতিষ্ঠা প্রাপ্তিতে তারে রোখে কোন জন!


কর্ম জীবনের চিত্র বড়ই কঠিন,
অধিক নিষ্ঠায় হয় জীবন রঙিন।
মায়াময় সংসারে বিচিত্র প্রবাহ,
অতি সন্তর্পণে হয় জীবন নির্বাহ।


জীবনের প্রতিপলে সদাই সঙ্ঘাত,
দক্ষতার সাথে তারে করিও নিপাত।