কবিতাঃ- জীবন  
✍️ মনোজ ভৌমিক


জীবন মানেই মহা সংগ্রাম
    বেদনার উপকথা,
সুখ দুঃখের কাহিনী নিয়ে
     নাটক রচি হেথা।


জীবন মানে জোয়ার ভাঁটা
  অফুরন্ত এক খেলা,
হাসি কান্না নয়ন জলে
   ভাসতে থাকে ভেলা।


চাওয়া পাওয়ার জটিল অঙ্কে
     যায় যে সময় বয়ে,
ভালো মন্দের দ্বন্দ্ব দোলায়
     জীবন যে যায় ক্ষয়ে।


জীবন মানে বিনি সুতোর
  অদৃশ্য এক ঘুড়ি,
লাটাইখানি পড়েই থাকে
   ঘুড়িটি গেলে উড়ি!


কেউবা জেতে,কেউবা হারে
   লাফ ঝাঁপের এ খেলায়,
  মাটির বুকে সবাই সমান
    সব হারানো বেলায়।


সার কথাটা সবাই জানে
   তবুও বলে "আমার!"
সময় শুধু হেসে বেড়ায়
  নেই তো গতি থামার।


শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজানো
  মানুষেরা বলে নাতো,
হিসেব কষা অঙ্ক গুলো
বড় শূন্যেই কেন হত!