কবিতাঃ- জিজ্ঞাসা
✍️ মনোজ ভৌমিক


শরীর জুড়ে ক্লান্ত রোদ
হিসেব কষি খাতায়!
যোগ বিয়োগের অঙ্ক শেষে
শূন্য জীবন পাতায়।


মনের দেওয়ালে ধস নামছে
মগজটা বে-হিসেবি,
রিক্ত হৃদয়, বন্ধ দুয়ার,
খাচ্ছে একাই খাবি।


চোয়াল জুড়ে ভাঙনের খেলা
চোখের আলো কম,
চারিদিকে দেখি হেমন্ত মেঘ
কান মুলে যায় যম।


দোস্তি হয়েছে ঝরা পাতায়
নবীন হয়েছে দূর,
কচিকাঁচারা গান গেয়ে যায়
জাগে পুরাতন সুর।


সাহারা বিহীন জীবনটায়
রোমন্থনেই সুখ,
অভিজ্ঞতার অনুভূতিগুলো
আজ বড়ই উজবুক!


তিল তিল করে লেখা কবিতায়
খোদাই হয়নি নাম,
শব্দের হাড় ক্ষয়ে ক্ষয়ে গিয়ে
অথর্বতা পরিণাম।


নবীন যারা প্রবীণ হবে
সংসার হবে সার,
সমাজ সংসার দর্শক হলে
কে নেবে দায়ভার?