কবিতা:- যদি কোনোদিন (৩৫০ তম)
                 মনোজ ভৌমিক


যদি কোনোদিন অসময়ে বকুলের শাখা হতে ঝরে যায় ফুল,
তবে তুমি বুঝে নিও সে সময় সেটা ছিলো আমারই বড় ভুল।
ভুলগুলি ফুল হয়ে যদি কভু ওঠে জেগে রক্তিম অনুভবে,
তবে তুমি ভেবে নিও সে সময় কোনো অবুঝ ফাগুন ক্ষণ হবে।


চৈত্রের ধূলিমাখা রূপ নিয়ে যদি ওই পথে হাঁটে কোনো কবি!
ভেবে নিও সেটা ছিলো সেদিন সে কবির গভীর বিরহের ছবি।
যদি কোনোদিন তপ্ত বৈশাখে হোথা ঝরে পড়ে আকুল বরষা,
বুঝে নিও সেদিন শ্রান্ত চাতক কেঁদেছিলো স্বপনে সহসা।


আষাঢ়ের বুক ছুঁয়ে যদি জেগে ওঠে কোনো শ্রাবণী কালো মেঘ!
ভালোকরে দেখো চেয়ে,ও মেঘেতে যক্ষের বিরহ বেদনা অশেষ।
নদীর কান্না শুনে যদি হোথা নেমে আসে সে অঝোর শ্রাবণ!
ভেবো তুমি কোনোএক কবি প্রাণে জেগে ওঠে অবুঝ প্লাবন।


কূল ভাঙা নদী পাড়ে যদি না ফোটে শরতের স্নিগ্ধ সে কাশ!
ভেবে নিও ও নদী তো নদী নয়,কেবলি হেমন্তের পরিহাস।