কবিতা:- যদি লাগে কথায় কর
              মনোজ ভৌমিক


এক কবিবন্ধুর ভাবনা এখন মাথায় ভীষণ ঘোরে,
যদি ওই ফেসবুকেতে লাগে গো কর, বলো কেমন হবে পরে?
আমরা তো ভাই ছোট্ট কবি,লিখি অ-কবিতা মনের ঘোরে,
লাইক কমেন্ট পাইনা বেশি, মাঝেমধ্যে ফেসবুক দেখি ঘুরে।


ওদের তাদের হবেটা কি, যারা রাতদিন ওয়াটস্যাপ-ম্যাসেঞ্জারে?
মনের কথা,প্রাণের কথা,দিনের কথা,অ-দিনের কথা বলে নেকো সুরে!
হয়তো সেথায় লাগবে কর,নয়তো কথার সময় কম,
ছবিছাবা রাখলে পরেই করের বোঝা বাড়বে হরদম।


ডেলির রুটিন গুডমর্নিং হয়তো হবে একটুআধটু বাসি,
বাবার না হয় পকেট কাটবে ওরা আরো একটুখানি বেশি।
স্বামী-স্ত্রীতে কাঁদাকাটি, একটু না হয় কানাকানি, পয়সাতে গড়িমসি,
চলবে ওদের সবই ঠিক,আমরাই হবো বেশি বে-ঠিক,নই যে গগন-শশী।


হাত পাকাতাম লিখে লিখে,ছেঁদো কথায় লাগাম দিতাম একটু করে,
কবিতা গল্প লিখে লিখে পেজটি হয়তো দিতাম ভরে।
দেখতাম শুধু ঘুরেফিরে লাইক কমেন্ট পড়ছে কেমন করে?
সেটাও যদি যায় গো চলে,থাকবো না হয় এই বদ্ধ ঘরে।


সুপার ডুপার হোক না ওরা যাদের জীবন জ্ঞানের সাথে পয়সায় ভরা,
মনোজ তো ভাই এমনি লোক মনের মধ্যে নেইকো শোক,লেখে মনগড়া।
লাইক কমেন্ট করলো কে!ব্লক করলো কোথায় কে?রাখে না চোখ ওসবেতে,
যা দেখে সে তাই-ই লেখে,টেবিল ভরে কাগজেতে,দু'দিন পরে পোষ্ট ফেসবুকেতে।


এখন যদি লাগে কর,লাগে যে ভাই ভীষণ ডর,পয়সা বেটা তালগাছেতে,
খাচ্ছিলো তাঁতি তাঁত বুনে যে,হালের গরুর শখে যাবে বুঝি উচ্ছন্নেতে!
তবুও ভালো হচ্ছে হোক,কিছু এঁদো কথা,ছেঁদো ছবি তো বন্ধ হোক,
করের বোঝা মাথায় নিয়ে,লিখবো না হয় একটু করে,রেখে মনে ভীষণ শোক।