কবিতা:- জন্মদিনে বাবার আশীর্বাদ
কবি:- মনোজ ভৌমিক


একটু একটু করে স্বপ্নগুলি সত্যি করিস তুই,
নিজের মধ্যে নিজেই খুঁজিস কোথায় আছে জুঁই!
নিন্দুকেরা বলবে কথা,ভাববে অনেক কিছু,
তোর মধ্যেই থাকবি তুই,শুনবি না ওসব কিছু।
এ জীবনে চলার পথে আসবে অনেক বাধা,
ঈশ্বরেতে ভরসা রাখিস,মনটি রাখিস সাদা।
জীবন নদীর ঘূর্ণিপাকে ভাঁটাও কখনো আসে,
হারবি না তুই,মনের হালটি ধরবি তখন কষে।
ও মেয়ে তুই মেয়ে নয় রে স্বপ্ন রাখিস চোখে,
তোর চোখেতে আর দু'টি চোখ সদাই থাকে জেগে।


সুখের রাজ্যে যখন হবে তোর অবাধ বিচরণ,
ভুলবি নারে কখনো তুই আজকের এই ক্ষণ।
এই ক্ষণ তোরে সহস্রবার আশা জাগাবে মনে,
বলবে তোরে,"আমি ছিলাম,পুরানো সেই দিনে!"
ভালো থাকিস,সুখে থাকিস ওরে কাজল মেয়ে,
বাবা হয়ে আজ এই আশীর্বাদ দিলাম জন্মদিনে।