কবিতাঃ-জন্মদিনে
✍️ মনোজ ভৌমিক


শীত যতই অ-শীত হোক বিষন্নতায় রোদ,
আকাশে বাতাসে ছড়ালো বিষ সময়ের দুর্ভোগ।
নিন্দুক এ সময় সবারে দিচ্ছে অনেক ব্যাথা,
বুকের মধ্যে জমিয়ে রাখিস মেঘলা মনের কথা।


বিশ্বমাঝে দেখছি আজকে আজব জ্বালাতন,
সবাই হেথা আমিত্ব নিয়ে লড়ছে সর্বক্ষণ।
সম্প্রীতির সে ভাবনা যেন প্রতি জন্মেই থাকে,
মৈত্রেয়ী নামের স্বার্থকতা দেখাস বিশ্বটাকে।


ও মেয়ে, তুই আয় রে বুকে নে রে মাথায় হাত,
শত জন্ম এমনি ভাবেই নিয়ে নে আশীর্বাদ।



বিঃদ্রঃ - আজ আমার মেয়ের জন্মদিন। আপনাদের আশীর্বাদ পাথেয়