কবিতা :- জোড়াসাঁকো আজও কেঁদে ওঠে
              মনোজ ভৌমিক


এখন শ্রাবণ আর সেভাবে কেঁদে ওঠেনা!
ভাবের ঘরে শব্দ অক্ষরেরা ঢেউ তোলে না।


শুকনো কান্না বুকে চেপে গুমরে ওঠে পদ্মা-গঙ্গা,
বাংলার বুকে হেঁটে চলেছে আজ স্বার্থের বন্যা।


ভাবনাগুলো আজ আর একান্নবর্তী হতে চায়না,
বাহান্নোর গলা টিপে ধরতে দ্বিধা বোধ করেনা।


এখন শুধু রুদ্ধশ্বাসে দৌড়ানোর প্রবৃত্তি,
আষাঢ়ে ভাসেনি " সোনার তরী,"শ্রাবণ কেবলি স্মৃতি!


ভাব আর ভাবনাগুলি ফুটপাতে অবাধে বিক্রি হয়,
ক্রেতারা এক ঝলক তাকিয়ে দেখে,মুখ ফিরিয়ে রয়।


বেচারা বিক্রেতার স্তুপীকৃত ভাবনায় জাগে সংশয়,
ও করবেটা কি! এখানে যে ভাবের নোবেলও চুরি হয়!!


শান্তিনিকেতন ভাবনার অঙ্গীকার নিয়ে আজও হাঁটে,
একবুক যন্ত্রণা নিয়ে জোড়াসাঁকো আজও কেঁদে ওঠে।