কবিতা:- যুদ্ধ হোক
          মনোজ ভৌমিক


চাই একটা নেতা,হোক না যুদ্ধ, দাও কঠিন ফরমান,
ভারতবাসী মরবে একবারই,বারবার দেবে না জান।
প্রথমটা হোক না মানবিকতার,রক্তক্ষয়ী না হয়,
বিশ্ব যদি তা না মানে,রক্ত ঝরাতে কোনো দ্বিধা নয়।


রাম-রাবণের যুদ্ধ চাইনা, মহাভারত যেন না হয়,
যুদ্ধ হোক কয়েক মুহুর্তের,তার আগে কোনো কথা নয়।
তার জন্য ভারতবর্ষ যদি বছর দশেকও পিছোয়,
কোনো ক্ষতি নেই,তবে ওই জয়ে যেন না থাকে সংশয়।


মানচিত্র হতে সন্ত্রাসীদের নামটি মিটিয়ে দিও,
প্রজন্ম হতে প্রজন্ম তোমায় মনে রাখবে প্রিয়।
স্বর্ণাক্ষরে লেখা থাকবেই ইতিহাসেতে তোমার নাম,
বলবে না কেউ তোমারে সেদিন,ছিলো হিটলারোচিত কাম।


নেতাজী সুভাষ, বল্লভভায়ের যদি রাখতে চাও মান,
এমন কঠিন কাজটার তুমি আজ দাও সঠিক প্রমাণ ।
কাঁটাতারে রোজ রক্ত ঝরায় আতঙ্কীর ছদ্মবেশে,
আর দেরী নয়,ধৈর্যর বাঁধ ওরা ভাঙলো যে অবশেষে।


আজ বিভেদ নীতির ঊর্ধ্বে উঠে ফয়সালা করো তুমি,
তোমায় স্যালুট জানাবেই,আজ ও কালকের ভারতভূমি।
মুজিবের সেই দীপ্ত কন্ঠ আজো বাংলাদেশটা শোনে,
তুমিও বোঝাও ভারতবাসীকে সেই ভাব ভাবনাটার মানে।