কবিতাঃ- যুদ্ধ মানেই
✍️ মনোজ ভৌমিক


যুদ্ধ মানেই আদিম হিংসা
আগ্রাসী এক অনল,
যুদ্ধ মানেই দেখাতে চাওয়া
কার আছে কত বল?


যুদ্ধ মানেই বোমের আঘাত
ধোঁয়ায় ভরা আকাশ,
যুদ্ধ মানেই আমজনতার
দমফাটা দীর্ঘশ্বাস!


যুদ্ধ মানেই প্রতিহিংসা
ছল কপটের খেলা,
যুদ্ধ মানেই মরবে মানুষ
মানবতায় অবহেলা।


যুদ্ধ মানেই ধ্বংস যজ্ঞ
একে অপরের ক্ষতি,
যুদ্ধ মানেই স্বজন হারানো
কান্নার রোল অতি।


যুদ্ধ মানেই বৈধব্যের সাজ
ঐ সজীব ধরিত্রীর।
যুদ্ধ মানেই কাটবে প্রহর
বিষাদময় রাত্রির।


যুদ্ধ মানেই পিছিয়ে যাওয়া
আরো কয়েক দশক,
যুদ্ধ মানেই অ-সভ্যতার
ওরা হবে নিদর্শক।


যুদ্ধ মানেই হারিয়ে যাবে
বনের পশু ও পাখি,
যুদ্ধ মানেই ভাসছে চোখে
হিরোসীমা নাগাসাকি।


যুদ্ধ যদি শেষ কথা হয়
ঐ বুদ্ধ তাহলে কি?
বিবর্তনে পশু যে মানুষ
রেশ রয়ে গেল নাকি!!