কবিতা:- জ্যোৎস্না লুকোনো সে হাসিটা
              মনোজ ভৌমিক


স্বপ্ন ভেঙে উঠছে জেগে রাক্ষুসে রোদ্দুর!
পাহাড় ভাঙা মন এখন দিগন্তে দস্তুর।
বুক জ্বালানো ভাদ্র ব্যথা বলছো তুমি কারে?
শরৎ মেঘের আকাশ যে গুমোট অন্ধকারে!


হঠাৎ করে জ্বলবে আগুন পুড়িয়ে দেবে গা,
কেমন করে ভুলবি রে তুই সেই পুরাতন ঘা!
মন জ্বালানো প্রশ্ন গুলো আকাশেতে দেখি,
কুমারী চাঁদ আজ কেন গো দিগন্তে দেয় উঁকি!


চোখের কোণের  স্বপ্ন গুলো বাতাসেতে ভাসে!
রাত গভীরের ভালোবাসা লুকোয় অন্ধাকাশে!
তারারা সব লুকোতে থাকে একটি একটি করে,
জ্যোৎস্না লুকোনো সে হাসিটা যাচ্ছে কেন দূরে!