কাজ চাই! কাজ!
হতাশায় ডুবছে পরিবার।
মিছিলে মছিলে ঘুরেছে শতবার।
নেতাদের তাবেদারিতে, ক্ষুদার্ত পেটে
চিত্কার করে, হাত উঠিয়েছে বার বার।
কারখানার ইউনিয়নের দোরে ঘুরে ঘুরে
জুতাখানি ছিড়ে গেছে তার।


পরিপূর্ণ যৌবনে, শক্ত সামর্থ বাহু দুটি
আজও বলবান।
সেদিন কারখানায় সমতুল্য কেউ ছিল না তার।
জন হেনরীর মত কর্মের উন্মাদনায়
উদ্দীপ্ত শরীর ছিল যার।
মেশিনগুলি ক্লান্ত হতো
তার সাথে যোগান দিতে মাল।


পরিবর্তনের জোয়ারে, টেকনলজির হাত ধরে
মেশিনেরা হয়ে উঠল মহীয়ান।
মালিকের চোখেতে, হেনরীর ছিল না কোনো কাজ।
হাইটেক টেকনলজির সার্টিফিকেট নেই
তার কাছে আজ।


শেষ হয়েছে কবেই জমানো পুঁজি তার।
বুভুক্ষ পরিবার,তেল হীন জ্বলন্ত প্রদীপের মত
ধোঁয়া উড়াতে থাকে, তার মনে বার বার।
আজ দু টাকা কিলো রেশনের চাল
কিনবে কি ভাবে!
ভাবে শতবার।



বিঃ দ্রঃ আজ "মে দিবসে" ছোট্ট উপহার।