কবিতা:- কালবৈশাখী
           মনোজ ভৌমিক


রৌদ্র রুদ্র এ ধরায়
        প্রখর উত্তাপ ,
চারিদিকে হাহাকার
       বিলাপ সন্তাপ।


"ত্রাহি! ত্রাহি!" ওঠে রব
            মৃত্যুর তর্জনে ,
সায়াহ্নে দিগন্ত ভীত
            ভীমের গর্জনে।


গোধুলি রেঙেছে উঠে
       জাগে কালবেলা,
ধ্বংসের  মাঝে সৃষ্টি
       নিত্য করে খেলা।