কবিতা :- কালিদাসি মন
              মনোজ ভৌমিক


উড়ছে মেঘ হাওয়ার প্রাণটি ছুঁয়ে,
আকাশ কেবলি দেখে ওকে চেয়ে চেয়ে!
কেমনে হোথায় চুপিচুপি কথা হয়!
আকাশটার মনে জাগে মহা সংশয়।


উড়ে উড়ে যায় সে যক্ষ মনের ব্যথা,
কেমনে শোধাবে আকাশ বিরহ কথা!
হাওয়ার প্রেম বড়ই চতুর হোথা,
মেঘবালিকা,তোর ভালোবাসাই বৃথা।


গ্রীষ্ম আকাশে ছিল যে বিড়ম্বনা,
আষাঢ়ে দেখি মন ভাঙার যন্ত্রণা।
আসবে আবার সেই পিয়াসী শ্রাবণ!
তৃপ্ত হবে কি কালিদাসি ওই মন!


বৃষ্টিকথা কি কালিদাসি মনে জমা!
ডালে ভেঙে দিয়ে চাইবে না তো ও ক্ষমা।
রাত গভীরের মশারি ছেড়ার পণ,
বৃষ্টি, তোমারও কি কালিদাসি ও মন!!