কবিতাঃ-কেন মনে এত শোক
✍️ মনোজ ভৌমিক


আজও এখানে ভূমিষ্ঠ হয় প্রতিদিন হেথা লক্ষ কোটি শিশু,
কেউবা মুখে রুপোর চামচ, কেউ আস্তাবলের যীশু।


ঐ শিশুদের দোষ কি বলো, যাদের জন্ম আস্তাকুঁড়ে?
জন্মলগ্ন হতেই কেন ভাগ্যে ওদের দুঃখ থাকে জুড়ে??


কেউবা থাকে আস্তাকুঁড়ে, কেউ থাকে ফুটপাতে,
শীত, গ্রীষ্ম, বর্ষা বুকে কেন রয় সংঘাতে।


চিৎকার তো একই থাকে, আর শব্দটা হয় মা,
কুয়াশাভরা ঐ চোখেতে অনেক স্বপ্ন থাকে জমা।


ওদের চিঠি পড়ে না তো কেউ, শুধু পড়েছে এক কবি!
ভাবনা ছিল কলম ছুঁয়ে, বদলাবে ওই ছবি!


ধ্বংসস্তূপ পিঠে নিয়ে প্রতিশ্রুতি গেছে চলে,
তন্ত্র বাঁচে মন্ত্রবলে আশীর্বাদ অস্তাচলে।


ঈশ্বর যদি একই হয়, দৃষ্টি কেন নয় সমান,
ওদের বেলা কেন এমন! দাও না তার প্রমাণ।


সমতার গান গাইছে দেখো আজও পৃথিবীর লোক,
ওদের দিকে বাড়াতে হাত, কেন মনে এত শোক!