কবিতা:- কেন তুই এলি প্রেম
                মনোজ ভৌমিক


কেন তুই এলি প্রেম বিষম সময়ে?
দিনক্ষণ বড় ছোটো যাবে যে ফুরায়ে।
মিঠে মিঠে রোদ হেথা বড় মনোলভা,
কখন যে ফাঁকি দেবে আঁধারেতে প্রভা।
উত্তর বায়ুতে বয় হিমেল হাওয়া,
মনেই ঘুমিয়ে যায় মনের চাওয়া।
বাগানের ফুলে ফুলে ভ্রমরেরা ঘোরে,
ফুলেতে মধু যে নাই যায় ঘুরেফিরে।


দিগন্তে ঘনিয়ে আসে ধোঁয়াশা তিমির,
এখন অবশ মন চলে না শরীর।
কুহু ডাকা সমীরণ আসবে না আর,
আঁধারে প্রদীপ জ্বালা বড় দায়ভার।
এ প্রদীপ যাবে নিভে ঘূর্ণি হাওয়ায়,
ঘুমোবে ব্যর্থ চাওয়া বড় বেদনায়।