কবিতা:- কানুর রক্ত ঝরে যাক
           মনোজ ভৌমিক


ও দ্রৌপদী,দেখনা রে তাকিয়ে আজ,
রেশমি আঁচলে মোছানো রক্তপাত।
কানুর রক্ত ঝরেছে তো একবার,
মোছাতে গিয়ে শাড়ী ছিঁড়লি কতবার?


অনেক শাড়ী তো পেয়েছিলি সেইদিন,
শাড়ীর আঁচল ফেরালো রক্ত ঋণ।
বুঝেছিস কি কানুর হৃদয় ব্যথা?
তোর কারণেই মহাভারতের কথা।


ওর মনেতে ভাবনা ছিলো না হীন,
প্রতিবাদী ও,কাঁদছে প্রতিদিন।
দেখনা তাকিয়ে ফেসবুকেতেই আজ,
কত দ্রৌপদী খুলে দিয়েছে যে লাজ।


লজ্জা জড়ানো আবেশি হিসেব গুলো,
ওর চোখেতে দুলছে আজ কেন বলো?
রক্ত আজকে ঝরছে হেথায় কত,
কত শাড়ী আছে তোর দেহেতে বলতো?


রচবে না কানু নতুন মহাভারত,
এবার ও যে দিলো ওদেরকে রাহত।
রেশমি আঁচল! কি আছে প্রয়োজন?
কানুর রক্ত ঝরে যাক অনুক্ষণ।