কবিতাঃ-কার ছিল এই ভুল
✍️ মনোজ ভৌমিক


রাজার ঘরে বাজবে বাজা
আর ক'টাদিন পরে,
ঝাঁঝ ঘন্টা বাজিয়ে মাদল
প্রদীপ জ্বালিও ঘরে।


বাজাতে গিয়ে দেখবে তুমি
হাত দুটি যেন ঘোরে,
মোমবাতিটা জ্বালতে গিয়ে
স্মরণ করবে করে?


"বলো হরি" বলবে না কেউ
শ্মশান হাউসফুল,
বাঁচবে যারা কষবে হিসাব
কার ছিল এই ভুল!


মিথ্যে আওয়াজ গণতন্ত্র!
গদিতেই মশগুল,
আমজনতা চিরজীবন
দিতেই থাকে মাশুল।