কবিতাঃ- কাতর মিনতি
✍️ মনোজ ভৌমিক


কত বার গেছি আমি তব সন্নিধানে,
বলেছি অনেক কথা মুদিত নয়নে।
বলোনি কিছুই তুমি শুধুই শুনেছ,
সহাস্য বদনে মোরে সদাই দেখেছ!
পৃথিবী ঈশ্বর তুমি ওগো দীননাথ,
কেন ছাড়িয়াছ এই অভাগার সাথ?
প্রতিদিন পূজি তব চরণ কমল,
চাইনি অধিককিছু শুধু মনোবল।


অনাথের নাথ তুমি ওগো দেবেশ্বর,
বিল্বপত্রে তুষ্ট থাকো প্রভু মহেশ্বর!
আজ এ সায়াহ্ন ক্ষণে কাতর মিনতি,
শোনো হে ঈশ্বর মোর প্রাণের বিনতি।
মৃত্যুকালে এসো তুমি আমার শিয়রে,
ও চরণে ঠাঁই দিও মরণের পরে।