কবিতা :-কেন মরছে মানবতা
     মনোজ ভৌমিক


বৈচিত্র্যময় এই জীবনের অনুভূতি গুলোকে খুঁজি,
সময়ের সঙ্গে আবর্তিত হীন ভাবনা!
মানবিক চেতনাগুলো মাথা ঠুকছে দেওয়ালে!
আন্তরিকতা আজ মুখ লুকায় ঘন অন্ধকারে!!
সুস্থ চেতনা হারিয়ে জেগে ওঠে ধর্মান্ধতা!
এখানেওখানে বারুদের গন্ধ! শঙ্কিত উৎসব ঝিমোয় অন্তরালে!!
'ঈদে মিলাদ' মিলন খোঁজে,হারিয়ে যায় 'মহরমের' পবিত্রতা!
নবান্নের গন্ধ বুকে নিয়ে দুয়ারে দাঁড়িয়ে সংক্রান্তি!!
গঙ্গা স্নানের পবিত্রতায় বাঙালীর ঘরে উৎসব পিঠেপুলি,
বিবিধ সুদৃশ্য সুস্বাদু পিঠেরাও বোঝে মানুষের উদরেই অন্তিম শ্বাস।
পশ্চিম প্রান্তে "ঘুড়ি উৎসব" আকাশ রঙীন!
ঘুড়ি কি বোঝে নগ্ন মানসিকতার উন্মাদ আস্ফালন!!
একে অপরকে কেটে পাড়ি দিতে চায় সুদূরে...
কিন্তু ওরাও বোঝেনা ঐ সুদূরে শুধুই মহাশূন্য!
অবশেষে রিক্ত দেহে মুখ গুঁজতে হবে এই মাটিতেই!!
তাহলে কিসের হিংসা! কিসের  বিদ্বেষ!
ধর্মের দোহাই দিয়ে কেন মরছে মানবতা!!