কবিতা:- কেরলী আর্তনাদ
             মনোজ ভৌমিক


ও শ্রাবণ দিয়ে গেলো বড়ই যাতনা,
সারাদেহ ক্ষত আজ বিষম বেদনা।
দেহে আবরণ সব নিয়ে গেলো ছিনে,
প্রাণ শুধু বেঁচে আছে শরীরকে চিনে।
সুঠাম শরীর ছিলো আবেশি নয়ন,
দূর হতে আসিতেন দেখিতে স্বজন।
মুগ্ধ চিত্তে হেরিতেন দেহ উপবন,
খুলিয়া দিতাম আমি সব আভরণ।


অরূপ রূপের সাজি ছিলো যা আমার,
বুঝিনি বেদনা তায় সব হারাবার!
রাক্ষুসে মেঘেরা এসে গিলে নিলো কায়া,
বলোনা আর কি পাবো কারো পদচ্ছায়া?
যৌবন হারিয়ে গেলো অসময়ে আজ,
আবার এ দেহ কবে ফিরে পাবে তাজ!