কবিতাঃ-খোকার আশ্বাসন
        মনোজ ভৌমিক


হাসতে গিয়ে হাসিটা যেন
চোখে কান্না হয়ে ভাসে!
ছোট্ট খোকন জড়িয়ে গলা
বলছে আমায় হেসে।


বলছো তোমরা থেমে গেছে
হেথায় যেন সময়!
ঘড়ির কাঁটা ঘোরে তো ঠিক
দিনরাত সেই হয়!!


অদৃশ্য এক দস্যি অতিথি
এসেছে পৃথিবী দোরে!
অবুঝ খেলা খেলে নাকি ও
থাকবো ক'দিন ঘরে।


সবার চোখে আতঙ্ক কেন!
কেন দেখি সংশয়!!
রাতের পরে দিন তো আসে
দূর করো মৃত্যু ভয়।