কবিতা:-খোকার ভাবনা
✍️ মনোজ ভৌমিক


ব্যাঙের মাথায় টোপর দিয়ে
নাচছে সাপের মাসি!
মালা গলায় ইঁদুর ছানা
বাজায় বসে কাঁসি!!


তাই না দেখে বিড়াল ভায়া
বাজায় ভাঙা খোল!
চামচিকিরা চেঁচিয়ে বলে,
বলরে হরি বোল।


আজব গজব কান্ড দেখে
খোকন ডোবার ধারে!
ভাবছে বসে,বিভেদ ওরা
ভুললো কেমন করে!!


মানুষ যদি হিংসা ভুলে
করতো এমন খেলা,
পৃথিবীর বুকে ঘটতো না
সময়ের কালবেলা।