কবিতা:-কখন যে শুরু কখন যে শেষ!
কবি:- মনোজ ভৌমিক


পেচাঁরা প্রহর গুনে গেছে,
রাতের ঘুমের আমেজটা এখন আর নেই।
বাদুড় আর চামচিকিদের ঝটপটানি নেই এখন।
রাতের শিউলিরা কখন যে ঝরে গেছে,জানে না মন!
ঘাসেদের বুক বেয়ে,ভোরের শিশির শুস্ক মাটির ছুঁয়ে গেছে।


জুঁই -টগর আর করবীদের ভালো করে চেনা হল না!
বকুলের গন্ধ শুঁকতে মন চেয়েছিল,সেখানে কাঁটাঝোপের বড়ই বেদনা।
পদ্মটা অনেকবার হেসেছিল,কাদায় নামতে ইচ্ছে হল না।
এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ুর বড়ই বিড়ম্বনা।
আমলকীর চোখে চোখ রেখে,জীবনের বাকী পথ চলা।
হেমন্তের ধোঁয়াশাচ্ছন্ন আকাশে,আজ অস্পষ্ট তারাদের সাথে আনাগোনা।
শীতের আমেজটা ছুঁই ছুঁই করছে,এবার গুড়িশুঁড়ি  মেরে কম্বলের ভিতর ঢুকে যাওয়া।
কখন যে শুরু,কখন যে শেষ!
বুঝতে বুঝতে,সাড়ে তিন হাত জায়গা খুঁজে নেওয়া।