কবিতা:- খুকুর আবেদন
              মনোজ ভৌমিক


ঢ্যাং কুড়া কুড় কুড়
ভাবনা জাগানো সুর।
মেঘ করে গুড় গুড়
বুক করে দুরদুর!


বৃষ্টি কেন ওর চোখে
আগমনী ও কি দেখে!
সবার মনেতে ভয়
খুকুর যে সংশয়।


নাচবে পূজোয় বেশ
পরবে নতুন ড্রেস।
ময়না কয় না কথা
তোতার মনে যে ব্যথা।


পুষির নেই তো খুশি
নেপুর মন উদাসী।
ও বৃষ্টি তুই যা না
পূজোর শেষে আয় না।