কবিতাঃ-খুকুর জিজ্ঞাসা (শিশুতোষ)
✍️ মনোজ ভৌমিক


ময়না টিয়া ও কাকাতুয়া
খেলতো খুকুর সনে,
সময় ওর কাটতো ভালো
ভ্রান্তি ছিলো না মনে।


হঠাৎ দেশে উঠলো জিগির
ছড়িয়েছে বার্ড ফ্লু!
খাঁচাশুদ্ধ নিয়ে গেলো ওরা
পেয়ে পড়শীর ক্লু।


রাতদিন খুকু প্রশ্ন করে
কেঁদে মায়ের কাছে ,
খাঁচায় বন্দী ছিল তো ওরা
দোষটা কোথায় আছে ?


মানুষ কেন নির্দয় এত
খেলে এমন খেলা,
বলো না মা কাদের সাথে
খেলি আমি এ বেলা!