কবিতাঃ- কিস ডে (চুম্বন দিবস)
✍️ মনোজ ভৌমিক


নিরুপমা,নিরুপমা, চুম্বন নিও না তুমি।
ও চুম্বনে হয়তো বা বিষ লেগে আছে!
পৃথিবীর সমস্ত চুম্বন আজ বড় অসহায়!!
সন্দেহের আবর্তে আবৃত হয়েছে।
তাকিয়ে দেখো নিরুপমা, কিছু চুম্বন আজ
মুছে যাওয়া সম্পর্কের মত বড় একা!
একাকীত্বের যন্ত্রণা বুকে নিভৃতে অভিমানী ঠোঁট কামড়ে রয়েছে!!
নবযৌবনা ষোড়শীর মত চোখ বুজে কম্পিত ঠোঁটে
প্রথম প্রেমের সম্পর্ক খুঁজতে যেও না নিরুপমা।
দেখো আজ চারিদিকে বিষ শুধু বিষ...  
শাশ্বত ভাবনায় নীলে চুমু খেয়ে
কবে যেন ডুবে গেছে সনাতন সূর্যটা!
ঐ দেখো দিগন্ত ছুঁয়ে নেমে আসে নির্ভীক আঁধার...
তুমিও একবার ভেবে নিও,
সময়ের এ চুম্বন কতটা মধুর হবে!!