কবিতা:- কবি প্রত্যাশা
          মনোজ ভৌমিক


আকাশের মুঠোর মধ্যে এ পৃথিবী,তবুও নড়ে!
সূর্য কিন্তু পৃথিবী থেকে আজো অনেক দূরে!
তবুও পৃথিবীর লোকেরা দেখে, সূর্য জাগে,
ঘুমোয়,দিগন্তে লাল রঙ ছড়িয়ে দিয়ে।
সেই লাল রঙে লুকিয়ে থাকে অজস্র অক্ষর!
অক্ষর জুড়ে জুড়ে তৈরি হয়  কত শব্দ!
আর শব্দ তরঙ্গায়িত হয়ে কবিতা।
তারপর নেমে আসে ঘন অন্ধকার!
কবিতা ডুবে যায় রাতের গভীর কল্পনা নিয়ে।
সকালের নির্ঝর রোদ্দুর খোঁজে.. কবি!
দেড় শত বছর কেটে গেছে..
তবুও আসেনি আজও আর একটা রবি।
অক্ষরগুলো আজও দিগন্ত জুড়ে খেলা করে।
শব্দরা খোঁজে,একরাশ কবিতা, আর একটা কবি।