কবিতা:- কবি তার জন্য
✍️ মনোজ ভৌমিক


আমাকে জিজ্ঞাসা কোরো না,
কবি কার জন্য?
কবি তার জন্য--
যে প্রতিদিন রোদ খোঁজা মানুষদের ছুটতে দেখে,
যে প্রতিদিন কান্না শোনে অভুক্ত শিশুর!
যে  অজস্র লাঞ্ছিতা, ধর্ষিতাদের নীরবে মরতে দেখে!
যে প্রতিদিন বৃদ্ধাশ্রমের দেওয়ালে কান পাতে!!


কবি তার জন্য...
যে প্রতিদিন প্রেমী যুগলকে বিরহের আগুনে  জ্বলতে দেখে!
যে প্রতিদিন ঠুনকো গণতন্ত্রের বোঝা কাঁধে মৃত্যু মিছিলে হাঁটে!!
যে প্রতিদিন হতাশাগ্রস্ত কৃষককে বুক চাপড়ে কাঁদতে দেখে!


কবি তার জন্য...
যে আজকাল আগামী ভবিষ্যতের পাঠশালা, পাঠশালা গান শোনে,
যে প্রতিপল কিংকর্তব্যবিমূঢ় বেকার যুবকদের মিছিল বদলাতে দেখে!
যে প্রত্যেক কন্যাদায়গ্রস্ত পিতাকে নতজানু হতে দেখে!!

কবি তার জন্য....
যে প্রতিবাদী মিছিলে মিছিলে সোচ্চার হতে থাকে,
যে ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দ্বিধা বোধ করেনা।
যে প্রতিদিন বিলুপ্ত প্রকৃতির বুকে মানবিক চেতনার গান গায়,
যে বেড়ে ওঠা সভ্যতার অশ্লীলতাকে ধিক্কার জানায়।


কবি তার জন্য ----
যে প্রতিদিন,প্রতিক্ষণ পারমাণবিক ছায়া যুদ্ধের হুংকারে হতাশ হতে থাকে,
যে প্রতিমুহূর্ত মানবতার গান শোনায় সবাইকে।