কবিতা:-কবিতা আসলে কি
          মনোজ ভৌমিক


অনুভূতি মাপতে মাপতে...
ভাবনার গভীরে সন্তরণ করে শব্দগুলি।
ওরা প্রতিনিয়ত হাত-পা ছুড়তে থাকে হৃদ সমুদ্রে...
কবিতা সামনে আসে...ওকে সাজাই।
প্রতিদিন কবিতাকে পাই কোথা!
অক্ষরগুলো কেন শব্দ খোঁজে অযথা!!
কবিতাকে দেখার মতো  আজ পাঠক থাকে না,
তবুও কবিদের কলম থামে না!!
লিখতে থাকে অজস্র কবিতা.....
পাঠক কেন বুঝেও বুঝতে চায় না,
মানুষের হৃদয় মরলেও কবিতা,
আর বাঁচলেও কবিতা!
সত্যি কথা বলতে,পাঠক থাকুক আর নাই বা থাকুক,
মনুষ্য হৃদয়ের এক একটি অনুরণনই কবিতা।