কবিতাঃ- কবিতা বাঁচে এইভাবে (৯৫০তম)
✍️ মনোজ ভৌমিক


ওরা বেশ ভালো আছে
কবিতা লেখে না কোনো,
জীবনের গূঢ় কথা
কাউকে বলে না জেনো।


শুধুই হিসেব কষে
যোগ,গুণ ও বিয়োগে,
ভাগের বেলায় শুধু
মন থাকে অনুরাগে।


মন নিয়ে খেলা করে
প্রতিদিন প্রতিপল,
বলছে মুচকি হেসে
জীবনে কী আছে বল?


আর যারা মরে বাঁচে
প্রতিদিন পথে ঘাটে,
ওরাই কবিতা লেখে
জীবনের কষাঘাতে।


ভাবনাকে খুব ডাকে
ভুখা পেটে দিন রাত,
হেমন্তেও রোদ নেই
বৃষ্টিই মেটায় সাধ।


কবিতা বাঁচে এইভাবে
ভিখারির ছদ্মবেশে,
শব্দের আঁচড় কাটে
জীবনকে ভালোবেসে।