কে বলেছে তুমি কবি নও!
চেয়ে দেখো একবার, আনমনে,
কোনো এক শান্ত- স্তব্ধ ক্ষণে,
মনের জলাশয়ে-
কত মাছ খেলা ক'রে।
জলের উপরে ভাসে
আবার ডুবে পড়ে।
মরাল-মরালী হাসে
গভীর প্রেমের আবেশে।
হঠাত্ মাছরাঙা আসে
জলাশয়ে ঢেউ ওঠে।
তুলে নেয় মাছ এক
নিজের তাগিদে।
বক গুলি চেয়ে থাকে
বাঁশপাতা ঝরে পড়ে।
দুপুর গড়িয়ে আসে
কচুরি-পানা হাসে।
আম-জাম-তেঁতুলের পাশ ঘেঁষে
নারিকেল আর তালেদের ছায়া ভাসে।
সূয্যি নেমে গেছে
সন্ধ্যা ঘনিয়ে আসে।
সবাই ঘুমিয়ে পড়ে
জল শুধু জেগে থাকে।
ভোরের কাকুলিতে
জলাশয় নড়ে ওঠে।
নীল আকাশের বুকে
ঊষার আলো ছুটে।
সাত সমুদ্র পারে
কবিতা মনের কথ বলে।



বিঃ দ্রঃ আসরের কেতকী কবি, যিনি সুদূর আমেরিকায় বসে প্রায় প্রতিদিন মন ভাবন সুন্দর কবিতা লেখেন ওনার ২৪/৫/২০১৭ এর প্রকাশিত "ভাবের ছোঁয়া" কবিতা পড়ে ওনার উদ্দেশ্যে লেখা আজকের কবিতা। " তুমি" শব্দের জন্য ক্ষমা চাইছি।