কবিতাঃ- কবিতা অমলিন
✍️ মনোজ ভৌমিক


এখন কবিতা নেই
একা বসে আছি,
জানালার ফাঁক দিয়ে
ভেজা চোখে যাচি।
ধোঁয়াটে উঠোন ভেঙে
কিছু দূরে দেখি,
বিবর্ণ গাছগুলির
ঋজু কঙ্কাল নাকি!
রোদ এসে ছুঁয়ে যায়
হৃদয়ের মাটি,
এ বুঝি হেমন্তক্ষণ
ঋতুটারে ঘাঁটি।
দখিনা হাওয়ায় ছিল
অনন্ত যৌবন,
গ্রীষ্মের দাবদাহে
জ্বলেছিল মন।
বর্ষায় হৃদসমুদ্রে
অশান্ত জোয়ার,
শরতের আলো যেন
শেষ হারাবার।
জীবনের সাথে যেন
ঋতুদের মিল,
সময়ের ক্যানভাসে
কবিতা অমলিন।