#কবিতা:-#কবিতাকে_ভালোবাসা_যে_বড়_অসুখ
#মনোজ_ভৌমিক


সাগর কি বুঝেছে কখনো
মরুভূমির তৃষিত হৃদয়!
কবিতা কি কখনো বুঝবে
ব্যর্থ কবির ভগ্ন  হৃদয়?
যে কবি তাকে ভালোবেসে
দিনরাত প্রেমকে খুঁজেছে,
আরবের মরুদ্যানে
লায়লার গভীর  বিরহে
কিংবা, শাহাজাদী জাহানারার
হাজারো রাত জাগা চোখে!
আবার ব্যাবিলনীয় সভ্যতার ধ্বংস স্তুপে
হেলেনের প্রেমময় গভীর অনুরাগে
তাকেই খুঁজেছে সে!


সেদিন খুঁজেছিল তাকে!
মিশরীয় নীলনদের বুকেতে।
শেলোপাট্রার প্রেমাসিক্ত দু'টি চোখেতে
তারপর হেঁটেছে সে আনমনে
উত্তপ্ত বালুকাতটে।
অন্ধকার পিরামিডের ধ্বংসাবশেষে।
খুঁজেছিল সে, রাণী নেফারতিতির মমির মধ্যে
সেই মহীয়সী প্রেম!
জুলিয়েটের মনের মধ্যে খুঁজতে চেয়েছে সে
সেই নিকষিত হেম।
যে প্রেমের আগুনেতে
সে জ্বলতে চায় অহরহ
সে প্রেম হারিয়ে গেছে আজ।
তাই কবি আজ বেঁচে থেকেও জড়।
লিওনার্দো দ্য ভিঞ্চি আজ
মুচকি হাসে যে দেখি বড় !
মোনালিসা তার রঙতুলির শ্রেষ্ঠ সৃষ্টি!
সেখানেই প্রেম ছিল প্রগাঢ়।
ব্যর্থ কবি আজ তাজমহলকে
বিস্ময়ের চোখে দেখে!
শাহজাহানের টাঙানো ছবিতে
কেবলি মাথা ঠোকে!
কবিতা,তুমি ওঠাও তোমার ভাবনা চাবুক।
দাও ঐ কবির বুকে এঁকে শত ব্যর্থতার দুখ।
ঈঁশা খাঁর মত শেষ করে দাও
ওর জীবনের সব সুখ।
জীবনের এই চরম ব্যর্থতায়
যেন কবি ভুলে না যায়
কবিতাকে ভালোবাসা যে বড় অসুখ।