কবিতাঃ- কবিতার দীর্ঘশ্বাস (১০৫০তম)
✍️ মনোজ ভৌমিক


যুদ্ধ শেষে হলে
ঐ পরিত্যক্ত,ধূসর,
বিবর্ণ পাণ্ডুলিপির মধ্যে
খুঁজে নিও অজস্র নিষ্প্রাণ কবিতা....


রক্তাক্ত শব্দদের
পড়তে যেওনা ওর মাঝে,
বিকলাঙ্গ অক্ষর জুড়ে আছে ওখানে
যার অর্থ তুমি বুঝেও বুঝতে পারবে না!


প্রাগৈতিহাসিক যুগ থেকে নিয়ে
ডিজিটাল সভ্যতার বেদীমূল ছুঁয়ে
আজও পড়ে আছে ঐ পাণ্ডুলিপি!


শুধু পাতাগুলো
সন্তর্পণে উল্টে পাল্টে দেখো
খুঁজে পাবে মানবিক শব্দের হাহুতাশ!
আর শ্বাস রুদ্ধ করা শব্দ-অক্ষরের পরিহাস!!


পড়তে যেওনা,
শুধু কান পেতে শোনো...
ফাগুনকে বলতে যেও না যেন,
ওখানে ঘুমিয়ে আছে... কবিতার দীর্ঘশ্বাস!