কবিতাঃ- কবিতার গতি হয় না স্তব্ধ
✍️ মনোজ ভৌমিক


সময়ের সাথে অনেক কিছুই
বদলে যেতে দেখি,
কবিতার ঘরে শব্দ ভাবনায়
দেখি বড় ঠোকাঠুকি!


কিছু কবিতা ছন্দ ছাড়াই
সুর তোলে ঐ কানে,
অনেক কথাই বলে যায় সে
মন খুঁজে নেয় মানে।


কিছু শব্দ গান হয়ে আজ
জীবনের কথা বলে,
মিল খুঁজে পেয়ে তুমি ও আমি
ভেজাই চোখের জলে।


আর কিছু আছে হতাশ হৃদয়ে
বেঁচে থাকে অভিমানে,
জীবন যুদ্ধে পিছুটান নিয়ে
স্থানু হয় এইখানে।


দুখের মাঝে আনন্দ খুঁজে
যে কবিতা পথ চলে,
সময়ের মত বিঘ্ন বিপদ
রয়ে যায় পদতলে।


ছন্দ কিংবা দ্বন্দ্ব কথায়
কবিতারা কথা বলা,
শব্দকোষ বুকেতে জড়িয়ে
সময়ের সাথে চলা।


কবিতার গতি হয় না স্তব্ধ
অসময়ের বর্ষাতে,
গান কবিতা একাত্ম হয়
জীবনের গতি পথে।