কবিতাঃ- কবিতার কোনো দিন হয় না
✍️ মনোজ ভৌমিক


নাইবা হাসলো কৃষ্ণচূড়া,
কিংবা পলাশ মন!
কলম কালিতে প্রেম ভাবনা
থাকবে চিরন্তন।


বারুদের ধোঁয়া উঠুক যত
নীল আকাশের বুকে,
কবিতা বাঁচবে প্রতিনিয়তই
সময় ভাবনা সুখে।


কাঁদুক কবিতা অভুক্ত পেটে
বিষাণু ছড়াক বিষ,
ব্যোমের আঘাত সহ্য করছে
আজকেও অহর্নিশ!


প্রতিবাদী ওই শব্দগুলো
থাকুক না পরিহাসে,
কবির কলম তবুও লিখবে
কবিতাকে ভালোবেসে।


কবিতার কোনো দিন হয় না
রাতজাগা দীর্ঘশ্বাস,
তারই মাঝে লিখছে কলম
আরব্য উপন্যাস।


বিঃদ্রঃ - বিশ্ব কবিতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভকামনা