কবিতাঃ- কবিতার সংশয়
কলমেঃ- মনোজ ভৌমিক


আজ আর কবিতা লিখতে ভাল্লাগে না...
কি হবে লিখে? কে পড়ে এত কবিতা!
আর কবিতা পড়েই বা হবে কি...!
জীবনের ধারাটা কি  বদলে যাবে!
বিরহের গভীরতায় অশান্ত প্রেম কি শান্ত হয়ে রবে!!
এক পেট খিদে তৃষ্ণার নিবারণ হবে !
নেতারা কি তাদের চরিত্র বদলে নেবে !
ধর্মান্ধ মানসিকতার সমাপ্তি ঘটবে কি !
মানবিক মেলবন্ধন কি প্রগাঢ় হবে!
কাঁটাতারে রক্তঝরা কি বন্ধ হয়ে যাবে!!
কেউ কি তোমার কবিতা পড়ে প্রকৃতি প্রেমী হবে?
পুরানো গদগদে প্রেমের কবিতা ভালোবাসে না কেউ,
আজ কবিতা রূপ বদলে নিতে চায়... আধুনিক আর উত্তর আধুনিক হতে চায় ও!
নগ্ন অশ্লীল পর্ণচিত্রের মত কবিতা চায় পাঠক..
হলিউড ও বলিউডের মত শারীরিক বিনোদন ভরপুর থাকলে মনে হয় পাঠক থাকবে !
কবিতা কি রূপ বদলে নেবে ওদের জন্য !!