কবিতা:- কবিতারা আজও অসহায়(৫০০ তম)
            মনোজ ভৌমিক


কবিতারা প্রতিদিন স্বাধীনতা খোঁজে,
শব্দ অক্ষরদের ওরা ভালো বোঝে।
প্রতিনিয়ত ওদের পায়ে বেড়ি বাঁধে,
এখনো ওরা নীরব যন্ত্রণায় কাঁদে!


স্বাধীনতা খুঁজতে খুঁজতে হারিয়েছে লক্ষ কবিতা,
কেন খুঁজতে থাকে ওরা দূর দিগন্তের সবিতা!!
গার্গী- মৈত্রেয়ী- খনারাও হেতা কত কেঁদে গেছে!
স্বাধীনতাকাঙ্ক্ষী তসলিমাও আজ লুকিয়ে বেড়াচ্ছে!


পথের ধূলায় মুখ গুঁজে পড়ে রয়েছে সহস্র কবিতা,
ওরা তিয়াত্তর বছর ধরে খুঁজে আসছে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
১৫ই আগস্টে ফুটপাতে তিনরঙা পতাকা বেচে,রাতে গোপন ইশারা,
শব্দ অক্ষরেরা নিশ্চুপ, মিডিয়ায় দেয়না ধরা!


বস্তির ভাঙা ঘরে আজও ডুকরে কাঁদে শ্রমিকের রমণী,
জ্যোৎস্না মাখা কুটিরে স্বপ্নালু চোখে জেগে থাকে কৃষাণী।
বড় বড় অট্টালিকা থেকে ছড়িয়ে পড়ে আগুনী চিৎকার!
আজও সমাজের প্রতিটি ঘরে সামাজিক বৈচিত্র‍্যের হাহাকার!


প্রতিশ্রুতির গান গেয়ে যায় প্রতিটি পনেরোই আগস্ট,
কবিতারা আজও অসহায়, তিয়াত্তরে খোঁজে স্বাধীনতার সপথ।