কবিতাঃ- করিস নে রে ভয়
✍ মনোজ ভৌমিক


চেনা শহর চেনা গ্রাম চেনা সে পরিজন,
সবার মধ্যে আজ দেখি বিরূপ আচরণ!
কেউ তো বলে না কাউকেও,"এসো ঘরে তুমি।"
ব্যতিক্রমী তোমরাই ওগো মা ও মাতৃভূমি।


সময়ের কাঠগড়ায় ওরা হোক না পর,
শাশ্বত ভাবনায় তুমি - ও সবার উপর।
পরিযায়ী শ্রমিকের মত যত দূরে থাকো,
মা,মাটির মমতা তোমায় কভু ভোলে নাকো।


আজও তো তুমি সেই মা,অচ্ছুত তো বলে না!
বিষাক্ত আবহাওয়া মাটি দূষণ করে না।
মা বা মাটির ঋণ শোধ করেছে কেবা কবে?
তাইতো ওরাই মহান আজও এই ভবে।


দিবস তো উপলক্ষ্য মাত্র শুধু এক দিন,
জীবনের প্রতিক্ষণে অনুভব প্রতিদিন।
মা'র দেহ ছুঁয়ে নিয়েছ এই মাটির স্পর্শ,
সেই মা মাটি দেহ মনে জাগায় সদা হর্ষ।


সঙ্কটক্ষণে বর্ষিত হয় মায়ের আশীষ,
মা মাটির মত কেউ নয় আপন জানিস।
এ দিবস সন্তানকে দেয় অসীম অভয়,
এ বাতাস এ মাটি খাঁটি করিস নে রে ভয়।