কবিতা:- কথার কথাগুলি
          মনোজ ভৌমিক


কিছু কথা মরে যায়, আর কিছু রয়ে যায়,
যতটুকু রয়ে যায়, তারা শুধু বলে যায়।
ফাগুনী হাওয়া কথা,কেবলি মন রাঙায়,
কথার কথাগুলি থাকে যে বড় বেদনায়!


কোয়েলের কুহু রব না রাখে মনেতে ফাঁক,
হলুদ চিঠির কথা...!!! এখন লুকোনো থাক।
চোখগেলো বিহগ বলে,"কোথা তোর ভাষারে?"
ওখানে সবুজ রঙে কে যেন বলে,"আহা রে..!"


ঘুমোনো মনের ফাঁকে কত কথা কাকে ডাকে,
সময় হারানো বেলা...অসময়ে খোঁজে কাকে!!
সন্ধ্যা ঘনিয়ে আসে, কেউ নেই আশেপাশে,
অব্যক্ত কষ্ট...কথা কিছু দীর্ঘশ্বাসে।


তবুও ফাগুন আসে এ মনের আঙিনাতে,
কথার কথাগুলি থাকে বড় যন্ত্রণাতে।