কবিতা:- কথায় কথায়...
কবি:- মনোজ ভৌমিক


কিছু কথা অনেক ভালো লাগে।
কিছু কথা মনকে জ্বালিয়ে দেয় যে!
কথার মধ্যে,কত কথা হয়!
ভাবনাগুলি তাতেই জেগে রয়।
যে কথাতে বুদ্ধ হাসি হাসে,
সেই কথাতেই দুর্বাসা যে নাচে!
বাচন ভঙ্গী যদি সুন্দর হয়,
কথার মাঝে রূপকথা যে রয়।
নেতার কথায় হাততালি খুব পড়ে,
গানের কথায় আনন্দ অশ্রু ঝরে।
শিশুর কথায় মুক্ত হাসি দেখি,
রাগের কথায় যুদ্ধ লাগে না কি!
প্রেমের কথায় পাহাড় হৃদয় গলে,
যেমন মেলে নদী সাগর জলে।
এমন কথা কেন বলবো ওরে!
যে কথাতে হৃদয় খানি জ্বলে!
যে কথাতে সিকাগোতে ভারত পরিচয়।
সেই কথাতেই পাকিস্তানে সার্জিক্যাল হয়।
অনেক কথা,অনেক সময়, বলার মত নয়।
সুখের কথা,কখনো কি কারুর পেটে সয়!
দুখের কথা,বুকের মাঝে,জমা হয়েই রয়।
কথা যখন বলতে আমায় হয়,
একটু সময় ভাবলে কেমন হয়!