কবিতা:- কঠিন আঁধার
✍️ মনোজ ভৌমিক


পৃথিবীর সব আলো নিভে এলে
নেমে আসবে বড় কঠিন আঁধার,
যে আঁধারে ডুবেছিল দেহ হরপ্পার!


প্রণয়ের শেষ খেলা খেলেছিল মহেঞ্জোদাড়ো
বলেছিলো চুপিচুপি, এ সভ্যতা আজ বড় কালো,
এর চেয়ে এ আঁধারই আজ লাগে বড় ভালো।


আজও দেখি সে আঁধার ঘনিয়েছে হেথা!
যে আঁধারের বুকে বসে নীরো বাজিয়েছিলো ভায়োলিন
আঁতোয়ানেতের চোখ ছুঁয়ে স্বপ্ন হয়েছিল বিলীন।


'পিউবেস' যে আঁধারে ডুবেছিল সেদিন
যে আঁধারের সাথী হয়েছিল 'খামির এম্পায়ার'
'নার্সভাইকিং-এ' এসেছিলো একই আঁধার!


আগ্রাসী মনোভাবে আক্রান্ত এ ধরা,
হিংসা বিদ্বেষ রাহাজানি ধর্ষণ আর হত্যা,
ধ্বংসের হাতছানি দিয়ে যায় 'মায়া সভ্যতা।'