কবিতাঃ- কঠিন সময়
✍️ মনোজ ভৌমিক


কঠিন আঁধার দেখো পৃথিবীর বুকে,
সবাই অসুখী হেথা কেউ নেই সুখে।
হাসে না হেথায় কেউ কাশ ফুল হাসি,
বলে না কারেও কেউ এসো ভালোবাসি।


কেন বলো পৃথিবীতে এত শোক নেমে এলো!
গাছেদের পাতা কেন অসময়ে খসে গেলো?
ঘাসেদের চোখ ভেজে প্রতিদিন প্রাতে,
ওদের দুঃখ ঘুমায় মাটির সাথে।


মুখোবাস পরা মুখ আজ চোখে ভাসে,
নিজেরে লুকিয়ে রাখে, আঘাত বিশ্বাসে।
সময়ের ক্যানভাসে ভেসে ওঠে স্মৃতি,
হৃদয় জ্বালিয়ে যায় অতীত প্রকৃতি।


লুকোচুরি খেলা খেলি দিন দুই বেলা,
কে কখন যাবে হারিয়ে যায় না তো বলা।
পৃথিবীর কান্না শুনি আজ অহরহ,
দিগন্তে নিভছে আলো আঁধার প্রগাঢ়।