কবিতাঃ- কতদিন কবিতা লিখিনি
         মনোজ ভৌমিক


কতদিন কবিতা লিখিনি...
ভাবছি আজ একটা কবিতা লিখবো।
শব্দ শোনো,অক্ষরদের বলে দিও...
ওরা যেন সজাগ থাকে।
ক্ষুধার্ত কলমটা বহুদিন অভুক্ত আছে।
অসহায় মানুষের কান্না লিখবে না ও
কাঁটাতারে ঝরে পড়া সৈনিকদের রক্তও দেখাবে না আজ,
প্রেমিকের অতৃপ্ত হৃদয়ের পিয়াসী কান্নাও শোনাবে না
ধর্ষিতার  শতচ্ছিন্ন বস্ত্রে ক্ষত বিক্ষত শরীরও দেখাবে না।
আজ ও সহস্র জনপথের একাকিত্বের যন্ত্রণা লিখে যাবে...
মনুষ্যত্বের ধ্বজা উড়িয়ে একনায়কত্বের ডঙ্কা বাজাবে।
পৃথিবীর জঠরে জমা হয়ে থাকা অজস্র
" লাশ কাটা ঘরের" চিত্রাঙ্কন করে যাবে।
সভ্যতার বিষবাষ্প বুকে ভরে লিখে যাবে অসভ্যতার এক ইতিহাস।