কবিতা:- কৃষ্ণ কোথায়!
কবি:- মনোজ ভৌমিক


যমুনার জলে আজ ঢেউ ওঠে না।
এখানে ওখানে ভরা নোংরা আবর্জনা।
নদীকূলে জমে আছে অনেক কচুরী-পানা।
ভাবি আজ মনে মনে,এখানেই ছিল কী কৃষ্ণের আনাগোনা?
কদম্ব কোথায়! কদম্বের ডালেতে আজ ফুল ফোটে না।
প্রেমের রাখালিয়া বাঁশি,আর বাজে না।
পিয়াসী গরুরা আজ যমুনার জলে মুখ দেয় না।
তবে কি কালিয়া নাগ বেঁচে আছে আজও!
তাহলে এখানেই আছে কৃষ্ণ! খোঁজো, তাকে খোঁজো।
কংস কি জেগে আছে! রাধা কেন ভয় পায়?
কৃষ্ণকে খোঁজে না ও,শুধু রাধাকেই চায়।
গোপীররা ধর্ষিতা আজ।রাধা যে একেলা!
হাজারো কংসের মাঝে,চলবে কি কৃষ্ণের লীলাখেলা!
তবে কি কৃষ্ণ আজ ঘুমিয়ে গেছে অনন্তশয্যায়!
রাধার আর্ত চিৎকার,তাই তার কানে না পৌঁছায়।