কবিতা:- কুমারী স্বপ্ন
✍️ মনোজ ভৌমিক


মনরাঙা সেই রাত্রিটাকে
আজকে স্মরণ করি,
অঝোর ধারায় বৃষ্টি ছিল
ঘন কালো  অম্বরী।


ভরা শ্রাবণ এই বুকেতে
তনুমন উচাটন,
চিলেকোঠাতে করলে শুরু
প্রেমের আলাপন।


হঠাৎ করে ভিজিয়ে দিলো
হিমেল হাওয়া মন,
উলোটপালট হতে থাকে
দুই হৃদয় তখন।


বিজলী আলো রাঙিয়ে দিলো
তোমার শ্রীমুখ খানি,
কাঁপা কাঁপা কুমারী ঠোঁটেতে
চুমু দিলে বদনামী!


দুই হৃদয়ে উঠলো জেগে
গভীর প্রেমের আশ,
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ।


অকস্মাৎ ভাঙলো ঘুম
চোখেতে নবীন ভোর,
স্বপ্নে দেখা সেই মধুক্ষণ
মনেতে জাগায় সোর।