কবিতা:- লক্ষ্মীর দোষ কোনখানে
             মনোজ ভৌমিক


কতবার ডেকেছি তারে দুটি হাত জড়ো করে,
আবেশি হৃদয় নিয়ে,সোহাগী স্বরে,
"এসো মা,একবার আমার মাটির কুটিরে।
অনেক আদর দেবো,ফুলে ফুলে দেবো ভরে।
আলপনা আলপনায় সাজাবো অঙ্গন,
বসাবো মাটির'পরে,পেতে জুটের আসন।
মাটির প্রদীপ জ্বেলে করবো আরতি,
সুগন্ধি ধূপ ধূনায় জাগবো সারারাতি।"
বলেনি একটিও কথা, শুধুই শুনেছে।
একেবারে নির্বাক চিত্তে দাঁড়িয়ে ছিলো সে!
কেবলি স্থির চোখে আমারেই দেখেছে!
নীরবে মনে মনে স্মিত হাসিই হেসেছে!
তবুও আসেনি সে আমার পর্ণকুটিরে!
তারপর আর একবারও ডাকিনি তারে।
আজকে দেখি ওদের রত্ন সিংহাসনে!
বসে আছে আনমনে,প্রফুল্ল বদনে,
ফলে ফুলে উপাচারে বিবিধ মিষ্টান্নে।
আলোক সজ্জিত ওই সুন্দর আলয়ে,
ভীষণ খুশির আমেজ  রয়েছে ছড়ায়ে।
বলোনা,কেন সে আসবে আমার ভাঙা ঘরে?
লক্ষ্মীর লক্ষ্মীতে প্রসন্নতা একেবারে।
ঠুনকো নৈবেদ্যতে প্রেয়সীও যে না মানে,
তবে বলোনা,আজ লক্ষ্মীর দোষ কোনখানে?