কবিতা :-লাটাই শুধু যোঝে
           মনোজ ভৌমিক


আকাশপানে ওড়ে দেখি জীবন্ত শতেক ঘুড়ি!
সবাই ওরা চায় যে দিতে দূর সুদূরেই পাড়ি!!
একে অপরের লড়াই হেথা চলছে অহরহ,
আকাশ ছুঁতে চায় সকলে হারতে চায় না কেহ!


হার জিতের এই খেলায় হারতে তোমায় হবে,
সবার মধ্যে আছে কি সে দম আকাশ ছুঁতে যাবে!
কে হারালো! কে জিতল! নেই পিছন ফিরে দেখার,
চলছে শুধু প্রতিযোগিতা নিজেকে নিয়ে বাঁচার।


আকাশ শূণ্য,বোঝেনা ওরা শেষে অশেষ নিরাশা,
মাটির বুকেই মুখ গুঁজে সবে ভ্রান্ত ও উচ্চাশা।
সময়ের এই পরিনতি সময়ে বলো কে বোঝে?
ঘুড়ির সুতো ঠিক রাখতে লাটাই শুধুই যোঝে ।